নিজস্ব প্রতিবেদক: | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 500 বার পঠিত
করোনা (কোভিড-১৯) শনাক্তে বাংলাদেশের জনগণের জন্য ৩০ হাজার কিট এবং তিন লাখ মাস্ক দেওয়ায় আলী বাবা ডটকমের প্রতিষ্ঠাতা জ্যাকমাকে ধন্যবাদ জানিয়েছে সরকার। সরকারের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ.কে আবদুল মোমেন চিঠি দিয়ে এই ধন্যবাদ দেন। সোমবার (২৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানায়।
চিঠিতে ড. মোমেন করোনা প্রাদুর্ভাবের কারণে চীনের উহান এবং অন্য অঞ্চলে বাংলাদেশি শিক্ষার্থীদের সর্বোচ্চ যত্ন নেওয়ার জন্য চীন সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও ড. মোমেন জ্যাকমাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
চিঠিতে তিনি আরও বলেন, আমাদের তরুণ এবং প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জনগোষ্ঠীর সঙ্গে বাংলাদেশ সরকার এবং আপনার ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে সহোযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে।
Posted ১১:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | rina sristy