নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 88 বার পঠিত
বিশ্বখ্যাত আন্তর্জাতিক ওয়েব হোস্টিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হোস্টিং ডটকম আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে আজ একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, তথ্যপ্রযুক্তি খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, উদ্যোক্তা ও ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী আয়োজনে হোস্টিং ডটকমের ভবিষ্যৎ পরিকল্পনা, বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা এবং স্থানীয় বাজারে তাদের সেবা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হোস্টিং ডটকমের কর্মকর্তারা জানান, বাংলাদেশে ডিজিটাল ব্যবসা, ফ্রিল্যান্সিং এবং অনলাইন উদ্যোক্তাদের সংখ্যা দ্রুত বাড়ছে। এই বাস্তবতায় আন্তর্জাতিক মানের নিরাপদ, দ্রুত ও নির্ভরযোগ্য হোস্টিং সেবা দেশের বাজারে সময়োপযোগী উদ্যোগ। স্থানীয় গ্রাহকরা এখন সরাসরি বাংলাদেশ থেকেই আধুনিক ওয়েব হোস্টিং সুবিধা পাবেন বলে তারা উল্লেখ করেন।
বাংলাদেশে কার্যক্রম শুরুর মাধ্যমে দেশীয় ডেভেলপার, স্টার্টআপ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি এটি দেশের ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তি খাতকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
হোস্টিং ডটকম কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে তারা বাংলাদেশে আরও বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত প্রশিক্ষণ কার্যক্রম চালুর পরিকল্পনা করছে।
Posted ৮:২৭ অপরাহ্ণ | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | rina sristy