বুধবার ১২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক:   |   শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   122 বার পঠিত

বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। আলোচ্য সপ্তাহে মোট ৪ কার্যদিবস লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে বাজার মূলধন এবং বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ২৫.১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৮৪.৬৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.০১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৫৯.৬০ পয়েন্টে এবং দুইহাজার ১৪০.৩৬ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৬৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির বা ১২.৮৪ শতাংশের, দর কমেছে ১১৪টির বা ৩১.১৫ শতাংশের এবং ২০৫টির বা ৫৬.০১ শতাংশের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন দুই হাজার ১৯০ কোটি ৪৮ লাখ টাকা কমেছে দাঁড়িয়েছে এক হাজার ৮১৪ কোটি ৩৩ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৪ কোটি ৮১ লাখ টাকা।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৯ হাজার ১০১ কোটি ৬৫ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৭ হাজার ৪৭৫ কোটি ৪৬ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন এক হাজার ৬৬২ কোটি ১৮ লাখ টাকা কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৮৩.৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮০.৫৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৫০.৪৯ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৯.৮৪ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১.৮২ পয়েন্ট এবং সিএসআই ৩.৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১০৮.০৪ পয়েন্টে, ১৩ হাজার ৩৫৮.৭৩ পয়েন্টে, একহাজার ৩০৬.৪২ পয়েন্টে এবং একহাজার ১৬৭.৭০ পয়েন্টে।

সপ্তাহটিতে সিএসইতে ৮৫ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৮৮০ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৭ কোটি ৭ লাখ ৯৯ হাজার ৪০৮ টাকা বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৮ কোটি ৬১ লাখ ২৩ হাজার ৪৭২ টাকা।

সপ্তাহটিতে সিএসইতে ২৩৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ২৭টির বা ১১.৪৯ শতাংশের, দর কমেছে ১০৩টির বা ৪৩.৮৩ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১০৫টির বা ৪৪.৬৮ শতাংশ কোম্পানির।

 

Facebook Comments Box
top-1

Posted ১:৩১ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।