বুধবার ২৬ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায়ী সপ্তাহে সূচকের পতনেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক:   |   শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   47 বার পঠিত

বিদায়ী সপ্তাহে সূচকের পতনেও লেনদেন বেড়েছে

বিদায়ী সপ্তাহে সূচকের পতনেও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। আলোচ্য সপ্তাহে বাজার মূলধন এবং বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ২১.৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬১.৭২ পয়েন্টে।
অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৭৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৫৫.৮২ পয়েন্টে এবং দুইহাজার ১৩৭.৬৬ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৬২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির বা ১০.২২ শতাংশের, দর কমেছে ১২০টির বা ৩৩.১৫ শতাংশের এবং ২০৫টির বা ৫৬.৬৩ শতাংশের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৫২১ কোটি ৩৭ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩৩৫ কোটি ৭০ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৮১৪ কোটি ৩৩ লাখ টাকা।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৭ হাজার ৪৭৫ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার ২৩ টাকা।

আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৬ হাজার ৭৭৭ কোটি ১৭ লাখ ৮৪ হাজার ৮২২ টাকা।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৬৯৮ কোটি ২৮ লাখ ৯১ হাজার ২০১ টাকা কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৪৮.৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩১.৯০ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২৮.৮৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৩.৬৬ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.১৭ পয়েন্ট এবং সিএসআই ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৭৯.১৬ পয়েন্টে, ১৩ হাজার ৩৫৫.০৭ পয়েন্টে, একহাজার ৩০৬.২৫ পয়েন্টে এবং একহাজার ১৬৫.৭০ পয়েন্টে।

সপ্তাহটিতে সিএসইতে ৬৬ কোটি ৬৯ লাখ ৪৬ হাজার ০১২ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৮ কোটি ৯৯ লাখ ৭৬ হাজার ৮৬৮ টাকা কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৫ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৮৮০ টাকা।

সপ্তাহটিতে সিএসইতে ২৪৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির বা ১৪.৯২ শতাংশের, দর কমেছে ৮২টির বা ৩৩.০৬ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১২৯টির বা ৫২.০২ শতাংশ কোম্পানির।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:১২ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।