বুধবার ১২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

  |   শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   113 বার পঠিত

বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

বিদায়ী সপ্তাহে (০৮-১১ জানুয়ারি ’২০২৪) সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক্ এক্সচেঞ্জে (ডিএসই)। একই সঙ্গে বেড়েছে বাজার মূলধন। বিদায়ী সপ্তাহে ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের কারণে শেয়ারবাজার বন্ধ থাকায় মাত্র ৪ কার্যদিবস লেনদেন হয়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৫৩ পয়েন্ট বা ০.৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০১.৭০ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১৩.১১ পয়েন্ট বা ০.৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৭৫.৯২ পয়েন্টে ।

এছাড়া, ডিএসই-৩০ সূচক ২৩.৬৫ পয়েন্ট বা ১.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১১৭.৯১ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৪৭টি, কমেছে ৩৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২০০টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭২ কোটি ৪৩ লাখ ৬৯ হাজার ২৯৬টি শেয়ার ৫ লাখ ৯৭ হাজার ৯৩৩বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ১৯৭ কোটি ৮৬ লাখ ১০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৯৭ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬০০ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকা বা ৩৭.৬০ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮১ হাজার ৭৯ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ৮০৯ টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮৬ হাজার ১৯৮ কোটি ৭২লাখ ২২ হাজার ২০৬ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ১১৯ কোটি ৫ লাখ ৪৯ হাজার ৩৯৭ টাকা বা ০.৬৬ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৬.৬০ পয়েন্ট বা ০.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৫.১৩ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৯৩.২৬ পয়েন্ট বা ০.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১৬১.৮৫ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৫.৭৬ পয়েন্ট বা ০.৪৪ শতাংশ এবং সিএসআই সূচক ৭.৬৯ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৩০৪.৭৫ পয়েন্টে এবং এক হাজার ১৮৪.৯৮পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ৮১.০০ পয়েন্ট বা ০.৬০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৮৭.৫৪ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১০৬টি, কমেছে ২৬টি এবং অপরিবর্তিত রয়েছে ১৩০টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৩ লাখ ৫২ হাজার ৯৫০ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩১ কোটি ১৩ লাখ ৯২ হাজার ২৯৫ টাকার।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ২ কোটি ৮৯ লাখ ৬০ হাজার ৬৫৫ টাকা বা ৯.৩০ শতাংশ বেড়েছে।

 

 

Facebook Comments Box
top-1

Posted ২:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।