মঙ্গলবার ১১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

বিদায়ী সপ্তাহে দরপতনে লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক:   |   শুক্রবার, ১৭ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   79 বার পঠিত

বিদায়ী সপ্তাহে দরপতনে লেনদেন কমেছে

বিদায়ী সপ্তাহে দরপতনে লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহজুড়ে উভয় স্টক এক্সচেঞ্জেই সব ধরনের সূচক কমেছে

একই সঙ্গে উভয় স্টক এক্সচেঞ্জেই কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ ও বাজার মূলধন।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৬ হাজার ২২০ দশমিক ২৪ পয়েন্টে।

এছাড়া ডিএসই৩০ সূচক ৮ দশমিক ২১ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ডিএসইএস ৫ দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়ায় যথাক্রমে ২ হাজার ২১৮ দশমিক ৭৬ পয়েন্টে এবং ১ হাজার ৩৫৬ দশমিক ৮৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫টির, দর কমেছে ১৪১টির ও অপরিবর্তিত রয়েছে ২২২টি কোম্পানির।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৫৪০ কোটি ১০ লাখ টাকা।

আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৮৪ কোটি ৯৭ লাখ টাকা।

এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৪৪ কোটি ৮৭ লাখ টাকা বা ১ দশমিক ৭৪ শতাংশ।

ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৫০৮ কোটি ২ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৬৪৬ কোটি ২৪ লাখ টাকা।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬১ হাজার ৮৯৪ কোটি ৬৭ লাখ টাকায়।

এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৬৫ হাজার ৫৯১ কোটি ৫৯ লাখ টাকায়।

এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে তিন হাজার ৬৯৬ কোটি ৯২ লাখ টাকা বা ০.৪৮ শতাংশ।

এদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে।

এক সপ্তাহে ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৫২ শতাংশ কমে দাঁড়ায় ১৮ হাজার ৩৫২ দশমিক ৭১ পয়েন্টে।

এছাড়া সিএসই৫০ সূচক দশমিক ২৫ শতাংশ, সিএসই৩০ সূচক দশমিক ১৪ শতাংশ এবং সিএসইসিএক্স সূচক দশমিক ৫২ শতাংশ কমেছে।

অন্য সূচকগুলোর মধ্যে- সিএসআই সূচক দশমিক ৩৭ শতাংশ এবং সিএসই এসএমইএক্স ৩ দশমিক শূন্য ৩ শতাংশ কমে দাঁড়ায় যথাক্রমে- ১ হাজার ৩২০ দশমিক ৫৬ পয়েন্টে, ১৩ হাজার ৩৩৩ দশমিক ৯২ পয়েন্টে, ১১ হাজার ১ দশমিক ৭১ পয়েন্টে, ১ হাজার ১৫৬ দশমিক ৯০ পয়েন্টে এবং ১ হাজার ৬০৯ দশমিক ৭০ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২৬৬টি কো¤ মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮টির, দর কমেছে ৮৩টির ও অপরিবর্তিত রয়েছে ১৬৫টি কোম্পানির।

গত সপ্তাহে লেনদেন হয়েছে ৫৭ কোটি ১৩ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৩ কোটি ৮ লাখ টাকা।

অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৫ কোটি ৯৫ লাখ টাকা বা ৯ দমমিক ৪৩ শতাংশ।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার সিএসইর বাজারমূলধন দাঁড়ায় ৭ লাখ ৪৮ হাজার ৫০০ কোটি ৬ লাখ টাকায়।

এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৫২ হাজার ৫১ কোটি ৭১ লাখ টাকায়।

এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৫৫১ কোটি ৬৫ লাখ টাকা।

 

 

Facebook Comments Box
top-1

Posted ১১:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।