শনিবার ১৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক:   |   শনিবার, ২২ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   48 বার পঠিত

বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

বিদায়ী সপ্তাহে (১৬-২০ জুলাই’২৩) সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের উভয় শেয়ারবাজারে। একই সঙ্গে বেড়েছে বাজার মূলধন। তবে ফ্লোর প্রাইসে আটকে থাকায় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইএক্স ২৪ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৩৬৫ দশমিক ৬১ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ৩ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৩৮৩ দশমিক ১৮ পয়েন্টে। এছাড়া ডিএসই৩০ সূচক দশমিক ২৪ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ১৯৬ দশমিক ৭৯ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪০৩টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৮টির, দর কমেছে ২৩টির ও অপরিবর্তিত রয়েছে ১৯৭টি কোম্পানির। লেনদন হয়নি ৯টি কোম্পানির শেয়ার।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৪ হাজার ৭৩৫ কোটি ৪১ লাখ টাকা। আগের সপ্তায় লেনদেন হয়েছিল ৪ হাজার ২৫৭ কোটি ২২ লাখ টাকা। এই সময়ের ব্যবধানে লেনদেন বেড়েছে ১১ দশমিক ২৩ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৯৪৭ কোটি ৮ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৮৫১ কোটি ৪৪ লাখ টাকা।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৩ হাজার ৭৯৭ কোটি ৯১ লাখ টাকায়।

এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৬১ হাজার ১৯৫ কোটি ৫১ লাখ টাকায়।

এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৬০২ কোটি ৪০ লাখ টাকা।

 

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে।

গত সপ্তাহে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই দশমিক ২৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৭৭৮ দশমিক ৯৫ পয়েন্টে।

এছাড়া সিএসই৩০ সূচক দশমিক ১২ শতাংশ, সিএসই ৫০ সূচক দশমিক শূন্য ৬ শতাংশ, সিএসসিএক্স সূচক দশমিক ৩৫ শতাংশ, সিএসআই সূচক দশমিক শূন্য ৮ শতাংশ এবং সিএসই এসএমইএক্স ১ দশমিক ৫০ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে- ১৩ হাজার ৩৭২ দশমিক ৯৬ পয়েন্টে, ১ হাজার ৩১৬ দশমিক ৮৬ পয়েন্টে, ১১ হাজার ২২৭ দশমিক ৯৩ পয়েন্টে, ১ হাজার ১৮০ দশমিক ৬২ পয়েন্টে এবং ২ হাজার ৩৫৬ দশমিক ৩৩ পয়েন্টে।

গত সপ্তাহে সিএসইতে ৩১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৯টির, দর কমেছে ৭৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৩৮টি কোম্পানির।

গত সপ্তাহে লেনদেন হয়েছে ৮০ কোটি ১৩ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৬ কোটি ১৪ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৬ কোটি ১ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫৪ হাজার ৪৩৯ কোটি ৩৬ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৫১ হাজার ৭৮২ কোটি ২৩ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৬৫৭ কোটি ১৩ লাখ টাকা।

 

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:০৩ অপরাহ্ণ | শনিবার, ২২ জুলাই ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।