শনিবার ১৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায়ী সপ্তাহে সূচক বাড়লেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক:   |   শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   49 বার পঠিত

বিদায়ী সপ্তাহে সূচক বাড়লেও লেনদেন কমেছে

বিদায়ী সপ্তাহে সূচক বাড়লেও লেনদেন কমেছে দেশের উভয় শেয়ারবাজারে। এক সঙ্গে কমেছে লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। তবে উভয় শেয়ারবাজারে বাজার মূলধন বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ২১৫ দশমিক ১৮ পয়েন্টে।

ডিএসই৩০ সূচক ৩ দশমিক শূন্য ৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ২০১ দশমিক ৯৩ পয়েন্টে।

এছাড়া শরিয়াহ সূচক ডিএসইএস দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়ায় ১ হাজার ৩৪৭ দশমিক ৫২ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৯টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৭টির, কমেছে ৮৪টির ও অপরিবর্তিত রয়েছে ২৩৮টি কোম্পানির।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ২৩৬ কোটি ৬ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৯৩ কোটি ৩৩ লাখ টাকা।

এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৬৫৭ কোটি ২৭ লাখ টাকা বা ২২ দশমিক ৭২ শতাংশ।

ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৪৭ কোটি ২১ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৫৭৮ কোটি ৬৬ লাখ টাকা।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৩ হাজার ২৬ কোটি ৩ লাখ টাকায়।

এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৬২ হাজার ৯১১ কোটি ৯৮ লাখ টাকায়।

এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১১৪ কোটি ৫ লাখ টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পাঁচ ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এক সপ্তাহে ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই দশমিক ১৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৩৩১ দশমিক ২৭ পয়েন্টে।

অন্য সূচকের মধ্যে- সিএসই৫০ সূচক দশমিক শূন্য ৫ শতাংশ, সিএসই৩০ সূচক দশমিক ৪২ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক ১৩ শতাংশ এবং সিএসআই সূচক দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩১৩ দশমিক ৮৩ পয়েন্টে, ১৩ হাজার ৪২৮ দশমিক ১৬ পয়েন্টে, ১০ হাজার ৯৮৮ পয়েন্টে এবং ১ হাজার ১৫১ দশমিক ৪৪ পয়েন্টে।

এছাড়া সিএসই এসএমইএক্স সূচক ১ দশমিক ৩৮ শতাংশ কমে দাঁড়ায় ১ হাজার ৭২৪ দশমিক ৫২ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২২৬টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৭টির, দর কমেছে ৫৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৩৩টি কোম্পানির।

সিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ৩৬ কোটি ১ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৯ কোটি ৬৩ লাখ টাকা।

এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৩ কোটি ৩০ লাখ টাকা বা ৯ দশমিক ১৬ শতাংশ।

সিএসইতে গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৪৮ হাজার ৭৪ কোটি ৯৭ লাখ টাকায়।

এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৪৬ হাজার ৬০৫ কোটি ৯৫ লাখ টাকায়।

এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৪৬৯ কোটি ২ লাখ টাকা।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৬:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।