বুধবার ৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিনিয়োগ টানতে বাণিজ্য সম্মেলনে পাকিস্তানের বেলি ড্যান্স

বিবিএনিউজ.নেট   |   সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   461 বার পঠিত

বিনিয়োগ টানতে বাণিজ্য সম্মেলনে পাকিস্তানের বেলি ড্যান্স

প্রতিবেশী ভারতের মহাকাশ যান চন্দ্রযান-২ এর ব্যর্থ অভিযান নিয়ে তীব্র কটাক্ষ করেছিলেন পাকিস্তানের বিজ্ঞানবিষয়ক মন্ত্রী ফাওয়াদ হুসেন। এবার সেই পাকিস্তানের সমালোচনায় মেতেছে ভারতের বিভিন্ন মহলের মানুষ।

এর নেপথ্যে রয়েছে পাকিস্তানের অর্থনৈতিক মন্দাবস্থা কাটাতে বিদেশি বিনিয়োগ টানার লক্ষ্যে আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত একটি বাণিজ্য সম্মেলন। এই সম্মেলনে বিদেশি বিনিয়োগ টানতে পাকিস্তান বেলি ড্যান্সারদের সাহায্য নিচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতীয়রা।

বাণিজ্য সম্মেলনে ‘বেলি ডান্স’-এর আয়োজন করায় পাকিস্তানের সমালোচনা শুরু হয়েছে দেশের ভেতরেও। পাকিস্তানের এই ‘অভিনব’ ভাবনার সমালোচনায় সরব হয়েছে সে দেশেরই বিভিন্ন মহলের হাজার হাজার মানুষ।

গত ৪ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত আজারবাইজানের বাকুতে একটি বাণিজ্য সম্মেলনের আয়োজন করে ‘সরহদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (এসসিসিআইপি)। এই সম্মেলনে উপস্থিত ছিলেন কয়েকটি দেশের বিশিষ্ট শিল্পপতিরা। আর এই শিল্পপতিদের মনোরঞ্জনের জন্য এখানে ‘বেলি ডান্স’র আয়োজন করা হয়।

বাণিজ্য সম্মেলনে ‘বেলি ডান্স’র কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সম্মেলনে বেলি ড্যান্সের একটি ভিডিও টুইটারে টুইট করে পাকিস্তানি সাংবাদিক গুল বুখারি বিদ্রুপ করে লিখেছেন, ‘যখন অর্থনীতিবিদরা বেলি ড্যান্সারদের সাহায্যে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার চেষ্টা করেন…।’

অনেকেই এই ঘটনাকে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ‘নয়া পাকিস্তান’ বলেও বিদ্রুপ করেছেন। কেউ আবার চীনে পাকিস্তানের গাধা রফতানির সঙ্গে এই ঘটনার তুলনা করে সমালোচনায় সামিল হয়েছেন। জি-নিউজ

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:০৬ অপরাহ্ণ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।