শনিবার ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ববাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: টিপু মুনশি

বিবিএনিউজ.নেট   |   শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   369 বার পঠিত

বিশ্ববাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে বেরিয়ে যাওয়ার পর বিশ্ববাণিজ্যের চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। বাংলাদেশের তৈরি পোশাকখাত অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে বর্তমান অবস্থায় এসেছে। এখনও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

বৃহস্পতিবার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহায়তায় বণিক বার্তা আয়োজিত রাজধানীর হোটেল দ্য ওয়েস্টিনে ‘বৈশ্বিক বাণিজ্যিক পরিবর্তিত পরিস্থিতি : আমাদের পোশাক খাত কতটুকু প্রস্তুত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তৈরি পোশাকখাতে দেশের প্রায় ৪৫ লাখ শ্রমিক কাজ করছে। এখনও অনেক দক্ষ জনবল বিদেশ থেকে এনে কাজ করতে হচ্ছে। এতে আমাদের অনেক বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাচ্ছে। আমাদের দক্ষ জনবল বাড়াতে হবে। এজন্য দেশের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে।’

তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য সহজ ও জটিলতামুক্ত করতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এখনও অনেক কাজ চলছে। আমাদের আমদানি-রফতানির কাজে ব্যবহৃত বন্দরগুলোকে আধুনিক করা হচ্ছে এবং বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার অনেক কাজ করেছে।’

তিনি আরও বলেন, বাণিজ্যিক কাজে সেবার মান আরও বৃদ্ধির প্রয়োজন আছে। তৈরি পোশাকখাতকে এখনও অনেক প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে। সরকার প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে।

টিপু মুনশি বলেন, ২০২৪ সালের পর বিশ্ববাণিজ্যে যে চ্যালেঞ্জ আসবে তা সরকার এবং ব্যবসায়ীদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। বিদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়ে না এসে, দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। রফতানির বাজার বৃদ্ধির জন্য সরকার আন্তরিকতার সঙ্গে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতা আসবে, চ্যালেঞ্জ আসবে- এগুলো মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, দক্ষতার সঙ্গে আমাদের এগুলো মোকাবিলা করতে হবে। এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সভাপতিত্বে আলোচ্য বিষয়ের ওপর গোলটেবিল বৈঠকে অংশ নেন বিজিএমইর প্রেসিডেন্ট ড. রুবানা হক, এফবিসিসিআইর ভাইস প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, বিআইডিএসর ডিরেক্টর জেনারেল ড. কে এ এস মোর্শেদ, বিটিএমএর প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকান, হা-মিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাংসদ আব্দুস সালাম মোর্শেদি, বিসিআইর প্রেসিডেন্ট আনোয়া-উল-আলম চৌধুরী প্রমুখ।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১০:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11187 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।