নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০২ আগস্ট ২০২১ | প্রিন্ট | 268 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স সোমবার ইতিহাসের সর্বোচ্চ স্থানে অবস্থান করছে।
আজ সূচকটি ৫৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৮১ পয়েন্টে অবস্থান করছে। যা সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পর সর্বোচ্চ। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও ২ হাজার কোটি টাকার ঘর অতিক্রম করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইতে ২ হাজার ১৮৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৬৬৬ কোটি ৫২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৫২১ কোটি ৩১ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৮১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩২টির, দর কমেছে ১১৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২৩ পয়েন্ট বেড়েছে। সূচকটি ১৮ হাজার ৮৫৮ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার।
Posted ৪:৫৩ অপরাহ্ণ | সোমবার, ০২ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | rina sristy