রবিবার ১৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বোনাস লভ্যাংশে লকিং প্রথা চালুর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯   |   প্রিন্ট   |   675 বার পঠিত

বোনাস লভ্যাংশে লকিং প্রথা চালুর উদ্যোগ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন জানিয়েছেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রির মতো বোনাস লভ্যাংশের ক্ষেত্রেও লকিং প্রথা চালুর উদ্যোগ নেয়া হচ্ছে ।

রাজধানীর পল্টনের একটি হোটেলে মঙ্গলবার ‘দীর্ঘমেয়াদী অর্থায়নে শেয়ারবাজারের গুরুত্ব’শীর্ষক সেমিনারে এ কথা জানান তিনি।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং বিজনেস আওয়ার টুয়েন্টিফোর ডটকম যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

খায়রুল হোসেন বলেন, ‘উদ্যোক্তাদের শেয়ার তিন বছর লকিং (বিক্রি না করার বাধ্যবাধকতা আরোপ) থাকে। কিন্তু দেখা গেল এক বছর যেতে না যেতেই তারা শেয়ার বিক্রির সুযোগ পেয়ে যান। কারণ বোনাস দেয়ার একটা প্রবণতা আছে। বোনাস দিলে দেখা যায় বিনিয়োগকারীরা খুশি হয়ে যান। কারণ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিলে ১ টাকা পাওয়া যায়। বোনাস ১০ শতাংশ দিলে শেয়ারের দাম ৫০ টাকা হলে আপনি লাভবান হচ্ছেন। কিন্তু এতে দীর্ঘ মেয়াদে কোম্পানির লভ্যাংশ দেয়ার সক্ষমতা কমে যায়।’

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘বোনাস লভ্যাংশ দেয়ার বিষয়টি কীভাবে আইনে অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়ে আমরা চেষ্টা করছি। লকিং ফ্রি সময়টা কখন থেকে কার্যকর হবে, সে বিষয়ে আমরা চিন্তা করছি। আমরা আশা করি আগামীতে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি ভালো পুঁজিবাজার উপহার দিতে পারব।’

এ সময় খায়রুল হোসেন বলেন, ‘শেয়ার ডিমেট (ইলেকট্রনিক শেয়ারে রূপান্তর) করা নিয়ে যে কারসাজি হয়েছিল, সেটা আমরা বন্ধ করেছি। প্লেসমেন্টের বিরাট বাজার ছিল, সেটাকে আমরা বলেছি ১০০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকতে। এরপরও প্লেসমেন্টের বিষয়ে আমাদের আরও কিছু পদক্ষেপ নিতে হবে। প্লেসমেন্ট কারা নিচ্ছে? কতটুকু নিচ্ছে? আবার মূল মার্কেটে কতটুকু সাধারণ বিনিয়োগকারীরা পাচ্ছেন? আমরা দেখব।’

ডিবিএ সভাপতি শাকিল রিজভীর সভাপতিত্বে এবং ওমেরা ফুয়েলস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন সান্নামাতের সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও বিএসইসির সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি মো. ছায়েদুর রহমান, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি হাসান ইমাম রুবেল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বিজনেস আওয়ারের নির্বাহী সম্পাদক আমিরুল ইসলাম নয়ন প্রমুখ।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:৪৩ অপরাহ্ণ | বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।