নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট | 856 বার পঠিত
সোমবার (২১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১ কোম্পানির প্রায় ১৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, ম্যারিকো, আমান কটন ফাইবার্স, রেনেটা, অ্যাপোলো ইস্পাত, বিডিথাই অ্যালুমিনিয়াম, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, কনফিডেন্সড সিমেন্ট,ফ্যাস ফিন্যান্স, ফাইন ফুডস, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস, খুলনা প্রিন্টিং, ম্যারিকো, এম.এল ডাইং, মুন্নু সিরামিকস, এমটিবি, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, এনসিসি ব্যাংক, ন্যাশনাল ফিড মিলস, পিপলস ইন্স্যুরেন্স, ফনিক্স ফাইন্যান্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্কয়ারফার্মা ও এসএস স্টিল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৩ কোটি ৩ লাখ ৩৫ হাজার ২৮৮টি শেয়ার ৭৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৩৫ কোটি ২১ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৮৭ কোটি ৯০ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকোর। দ্বিতীয় সর্বোচ্চ ২২ কোটি ৬২ লাখ ১ হাজার টাকার ম্যারিকোর এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ১৪ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার।
এছাড়া আমান কটনের ৯ লাখ ১৭ হাজার টাকার, এপোলো ইস্পাতের ৬ লাখ ২৩ হাজার টাকার, বিডি থাইয়ের ১০ লাখ ৩৬ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৭ লাখ ৫৩ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৭৮ লাখ ১০ হাজার টাকার, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৩১ লাখ ৯০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৯ লাখ ৪৬ হাজার টাকার, ফাস ফাইন্যান্সের ৩৬ লাখ টাকার, ফাইন ফুডসের ৬১ লাখ ২২ হাজার টাকার, আইএলএফএসএলের ৩১ লাখ ৩৬ হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ৮ লাখ ১৫ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৮ লাখ ১০ হাজার টাকার, মুন্নু সিরামিকের ২১ লাখ ৩৪ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২ কোটি ৬১ লাখ ১২ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ২২ লাখ ৭৪ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৩৫ লাখ ২৫ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলসের ১ কোটি ৯৩ লাখ ৭৯ হাজার টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ৯ লাখ টাকার, ফনিক্স ফাইন্যান্সের ৫৯ লাখ ২৯ হাজার টাকার, প্রগতি ইন্স্যুরেন্সের ৩১ লাখ ২১ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ১২ লাখ ৯০ হাজার টাকার, সায়হাম টেক্সটাইলের ৫ লাখ ৭৩ হাজার টাকার, এসকে ট্রিমসের ২৬ লাখ ৭২ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ২১ লাখ ৭৯ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৬ কোটি ১৬ লাখ ৭৯ হাজার টাকার এবং এসএস স্টিলের ১৬ লাখ স২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৪:৩৭ অপরাহ্ণ | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan