
| সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 95 বার পঠিত
আজ ২৯ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩ কোম্পানির সর্বোচ্চ লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- সিঙ্গার বিডি, বিচ হ্যাচারি এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স।
আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৪ লাখ ৭৯ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৬০৪৩ শতাংশ।
ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৭ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সিঙ্গার বিডির।
এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৭ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ বিচ হ্যাচারির ১ কোটি ৪২ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে ১ কোটি ১১ লাখ ৮২ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের।
এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ২৯ কোম্পানির ২২ লাখ ৬০ হতাজার ৫০২টি শেয়ার ৩৭বার হাতবদল হয়, টাকার অংকে যার বাজারমূল্য ১৬ কোটি ৬২ লাখ ৫৬ হাজার টাকা।
এদিন ব্লক মার্কেটের ২০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- ইন্দেবাংলা ফাইন্যান্সের ৮৪ লাখ ১৭ হাজার টাকা, খান ব্রাদার্সের ৭১ লাখ ৭৫ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৭০ লাখ ৭ হাজার টাকা, জেএমআই হসাটিালের ৫৮ লাখ ২০ হাজার টাকা, আমরা টেকনোলোজিসের ৪০ লাখ ৬৭ হাজার টাকা, ইভিন্স টেক্সটাইলের ৪০ লাখ ৫৭ হাজার টাকা, মুন্নু সিরামিকসের ৩৬ লাখ ৭৮ হাজার টাকা, প্যাসিফিক ডেনিমসের ৩৩ লাখ ৯৫ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ৩০ লাখ ১৪ হাজার টাকা, নাভানা ফার্মার ২৮ লাখ ৯৯ হাজার টাকা, রূপালী ব্যাংকের ২১ লাখ ৩৮ হাজার টাকা এবং বেক্সিমকোর ২ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৩:৫০ অপরাহ্ণ | সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan