নিউজ ডেস্ক | বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট | 462 বার পঠিত
ভারতের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সস্ত্রীক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনন্ত ১১ জনের মৃত্যু হয়।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিধ্বস্ত হেলিকপ্টরে বিপিন রাওয়াতের স্ত্রী মাধুলিকা রাওয়াত, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো ও ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) পাইলটসহ মোট ১৪ জন যাত্রী ছিলেন।
দেশটির সংবাদমাধ্যম এপিবি’র খবরে বলা হয়েছে, বুধবার (৮ ডিসেম্বর) তামিলনাড়ুর নীলগিরি জেলার কুনুরে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাটি ঘটে। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করার পর হাসপাতালে এক জনের মৃত্যু হয়। এনডিটিভির খবরে বলা হয়েছে, সুলুর সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই হেলিকপ্টারটি নিলগিরিতে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি ওয়েলিংটন প্রতিরক্ষা ঘাঁটির দিকে যাচ্ছিল।
দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
/এস
Posted ৩:৫৯ অপরাহ্ণ | বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy