বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘরে বসে বিও হিসাব খোলা

ভোগান্তি কমবে বিনিয়োগকারীদের

বিবিএনিউজ.নেট   |   রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   378 বার পঠিত

ভোগান্তি কমবে বিনিয়োগকারীদের

পুঁজিবাজারে লেনদেনের জন্য ঘরে বসে বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব খোলার সুবিধা চালু হয়েছে। সম্প্রতি এ সুবিধা চালু করা হয়। প্রথমে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাসকারী একজন প্রবাসী বাংলাদেশি ও দেশে বসবাসকারী একজন বিনিয়োগকারীর হিসাব খোলার মাধ্যমে এ সুবিধা চালু হয়। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কার্যালয়ে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিএসইসি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে বিও হিসাব খোলার সুবিধাটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এর আগে একইদিন দুবাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী এক বাংলাদেশি বিনিয়োগকারীর বিও হিসাব খোলার এ কার্যক্রম চালু করেন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। সেখানে ওইদিন শুরু হয় পুঁজিবাজার নিয়ে চার দিনব্যাপী রোডশো।
পুঁজিবাজারের পরিসর বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বিশেষ করে ঘরে বসে অনলাইনে বিও খোলার বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ। এতে সাধারণ ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের ভোগান্তি কমবে বলে আমরা মনে করি।

জানা গেছে, সিডিবিএলের সহায়তায় অনলাইনে বিও হিসাব খোলার নতুন ব্যবস্থাটি চালু করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনায় মূল্য সংযোজন সেবা বা ভ্যালু অ্যাডেড সার্ভিস হিসেবে সিডিবিএল এ ব্যবস্থা তৈরি করেছে। কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও হোক অথবা সেকেন্ডারি বাজারে বিনিয়োগ-পুঁজিবাজারে শেয়ার কিনতে হলে বিও হিসাব লাগবেই। সেই বিও হিসাব খোলাকে সহজ করতেই পুনর্গঠিত বিএসইসির বর্তমান কমিশন অনলাইনে বিও হিসাব খোলার সুবিধাটি চালুর উদ্যোগ নেয়, যা বিনিয়োগকারীদের পুঁজিবাজারে যুক্ত হওয়ার পথ সহজ করবে। একইসঙ্গে সাশ্রয় হবে বিনিয়োগকারীদের অর্থেরও।

বর্তমানে একেক ব্রোকারেজ হাউজ বিও হিসাব খোলার ক্ষেত্রে একেক রকম ফি বা মাশুল নেয়। ব্রোকারেজ হাউজভেদে এ মাশুল ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত। তবে অনলাইনে বিও হিসাব খোলার ক্ষেত্রে এ ফি হবে সর্বজনীন। মাত্র ৪৫০ টাকা। অর্থাৎ মাত্র ৪৫০ টাকা দিয়ে বিনিয়োগকারীরা ঘরে বসে তাদের পছন্দের ব্রোকারেজ হাউজে বিও হিসাব খোলার সুযোগ পাচ্ছেন। এ সিদ্ধান্তের ফলে পুঁজিবাজার প্রসারিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১১:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।