বিবিএ নিউজ.নেট | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ | প্রিন্ট | 406 বার পঠিত
ভারতের পুনেতে সেরাম ইনস্টিটিউটের নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ভারতে কোভিশিল্ড নামে উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট।
আজ বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে দমকল বাহিনীর অন্তত ১০টি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, যে ভবনটিতে আগুন লেগেছে সেটি করোনার ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র থেকে কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত। এতে ভ্যাকসিন উৎপাদনে কোনো প্রভাব পড়বে না।
অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার ভ্যাকসিন কোভিশিল্ড তৈরি করছে সেরাম। এই মুহূর্তে ভারতে বিপুল পরিমাণে কোভিশিল্ড ভ্যাকসিন সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে।
এরই মধ্যে কোভিশিল্ড প্রস্তুতকারী সেরামের কারখানায় আগুন লাগায় আতঙ্ক বেড়েছিল। যদিও ভারতীয় একটি সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, ভ্যাকসিন তৈরির ইউনিট এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি।
Posted ৬:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy