বিবিএ নিউজ.নেট | রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট | 351 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিলসের রটর ইউনিটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কোম্পানিটির প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ১২ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে কোম্পানির ব্লো রুম মিক্সিং সেকশনের একটি ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কোম্পানির কাঁচা তুলা প্রক্রিয়ার জায়গা এবং কিছু যন্ত্রপাতি পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের সহায়তায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি এবং পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা। বর্তমানে রিজার্ভে রয়েছে ৪০ কোটি ৫২ লাখ টাকা। এর মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৯ লাখ ৯৩ হাজার ৩৭৪টি। সর্বশেষ হিসাব অনুযায়ী ৩৯.৬১ শতাংশ শেয়ার রয়েছে পরিচালকদের হাতে, ৩০.১৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.১০ শতাংশ বিদেশি এবং ৩০.১০ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে।
Posted ১২:০১ অপরাহ্ণ | রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy