বুধবার ৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর সড়কে ছুটির প্রভাব

বিবিএনিউজ.নেট   |   রবিবার, ৩০ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   231 বার পঠিত

রাজধানীর সড়কে ছুটির প্রভাব

করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও রাজধানীতে যানবাহন ও মানুষের চলাচলও বাড়ছে। ঢাকার সড়কে গণপরিবহন ছাড়াও স্বাভাবিক দিনের মতোই সব ধরনের গাড়ি চলছে। যানজট তৈরি হচ্ছে। তবে আজ রোববার আশুরার ছুটির কারণে রাজধানীর সড়কের চিত্র একেবারেই ভিন্ন। ব্যস্ত যানজটের এলাকাও আজ ফাঁকা।

রাজধানীর কল্যাণপুর, কলেজগেট, সংসদ ভবন এলাকা, বিজয় সরণি ও মহাখালী এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে গাড়ির সংখ্যা খুবই কম। গণপরিবহনের চাপ নেই। চাপ নেই ব্যস্ত ট্রাফিক সিগন্যালেও।

যানজটবিহীন রাজধানীতে গণপরিবহন কম দেখা গেলেও সিএনজি অটোরিকশা, রিকশা, প্রাইভেটকারের মতো যানবাহন বেশি চলাচল করতে দেখা যায়। করোনায় অ্যাপভিত্তিক পরিবহন সেবাগুলো বন্ধ থাকায় যাত্রী পরিবহনে ব্যক্তি উদ্যোগে অনেক মোটরসাইকেল চালাতেও দেখা গেছে।

বিজয় সরণি সিগন্যালে দায়িত্বরত সার্জেন্ট ফারুক জানান, সাধারণত দুপুরে ব্যস্ত এই সিগন্যালে প্রতিটি লেন ছাড়তে সময় লাগে কমপক্ষে চার থেকে পাঁচ মিনিট। তবে আজ বলতে গেলে ফাঁকা সিগন্যাল। সিগন্যালে দুই-এক মিনিট অপেক্ষাতে আবার কখনো অপেক্ষা ছাড়াই চলছে সব ধরনের পরিবহন।

মহাখালীতে সিএনজি অটোরিকশাচালক মজনু মিয়া বলেন, ছুটির দিন। কাঙ্ক্ষিত যাত্রীও কম। তবে সড়কে চাপ নেই। যানজট না থাকায় খুব দ্রুতই যাত্রী পরিবহন করা যাচ্ছে।

ডিএমপির মহাখালী ট্রাফিক জোনের সহকারী কমিশনার শামসুল আলম জানান, স্বাভাবিক সময় মহাখালী এলাকায় প্রচুর যানবাহনের চাপ থাকে। কিন্তু আজ সরকারি ছুটির প্রভাব পড়ছে সড়কে। বলতে গেলে ফাঁকা এ এলাকার সড়কগুলো।

মোহাম্মদপুরের ট্রাফিক কনস্টেবল আজিজুল হক বলেন, সড়কে ট্রাফিক সদস্যদের আজ চাপ কম। ছুটির প্রভাবে যানজট বা যানবাহনের চাপ নেই।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:৩৭ অপরাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।