
| শনিবার, ০৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 17 বার পঠিত
বেক্সিমকো শিল্পপার্কের ১৪টি লে-অফ প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকার চেক ঋণ হিসেবে হস্তান্তর করেছে সরকার।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (০৬ মার্চ) বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওসমান কায়সার চৌধুরীর কাছে চেকটি হস্তান্তর করেন শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার থেকে পর্যায়ক্রমে বেক্সিমকো শিল্পপার্কের শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধ শুরু হবে। বেক্সিমকো শিল্পপার্কের ১৪টি লে-অফ প্রতিষ্ঠানে ৩১ হাজার ৬৭৯ জন শ্রমিক এবং ১ হাজার ৫৬৫ জন কর্মচারী কর্মরত ছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এসব প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ হয়ে যায়। ২৭ ফেব্রুয়ারি সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকার এই অর্থ পরিশোধের সিদ্ধান্ত নেয়।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়ে ছিলেন, বেক্সিমকো গ্রুপের শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ৩২৫ কোটি ৪৬ লাখ টাকা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল থেকে ২০০ কোটি টাকা প্রদান করবে। সেই অনুযায়ী এই চেক হস্তান্তর করা হয়।
বেক্সিমকো গ্রুপের সাবেক প্রধান উপদেষ্টা এবং আওয়ামী লীগের সাবেক সদস্য সালমান এফ রহমান সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এর প্রেক্ষাপটে, বেক্সিমকো গ্রুপের অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং শ্রমিকদের পাওনা পরিশোধে উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
কমিটি প্রথমে প্রতিষ্ঠানটির উদ্যোক্তাদের শেয়ার বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের পরিকল্পনা করলেও পরে এই সিদ্ধান্ত পরিবর্তন করে। অবশেষে সরকারের ব্যবস্থাপনায় শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া, বেক্সিমকো গ্রুপের ঋণ এবং দেনাপাওনা বিষয়ে সরকারি তথ্য অনুযায়ী, গ্রুপটি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে ২৮ হাজার ৬০৭ কোটি টাকা ঋণ পেয়ে থাকে, যার বিপরীতে বন্ধক রয়েছে মাত্র ৪ হাজার ৯৩২ কোটি টাকার সম্পদ। ১২টি কোম্পানির নামে ২ হাজার কোটি টাকার ঋণ রয়েছে, যেগুলোর কোনো অস্তিত্ব নেই।
Posted ৪:১৪ অপরাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | saed khan