শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চায়

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   33 বার পঠিত

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চায়

দেশের অন্যতম প্রতিষ্ঠান ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল শেয়ারবাজারে আসতে চায়। এজন্য সম্প্রতি প্রতিষ্ঠানটি কর্পোরেট অ্যাডভাইজরি এবং ইস্যু ম্যানেজমেন্ট ব্যাংক সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেসে রসাথে চুক্তি সই করেছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন সিটি ব্যাংক ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও এরশাদ হোসেন ও ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাকিফ শামীম।

চুক্তি অনুযায়ী, সিটি ব্যাংক ক্যাপিটাল ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের কর্পোরেট অ্যাডভাইজরি পরিষেবা দিবে। হাসপাতালটির প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন ত্বরান্বিত করার জন্য কাজ করবে প্রতিষ্ঠানটি।

সিটি ব্যাংক ক্যাপিটালের এমডি ও সিইও বলেন, আমরা ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের সাথে তাদের কৌশলগত উদ্দেশ্য অর্জনে সহায়তা করতে পেরে আনন্দিত।

একটি নেতৃস্থানীয় মার্চেন্ট ব্যাংক হিসাবে, আমাদের ক্লায়েন্টদের অন্যান্য চাহিদা মেটাতে উপযোগী সমাধান করবো।

আমাদের দক্ষতা এবং অভিজ্ঞতার মাধ্যমে প্রতিষ্ঠানটি উন্নতির জন্য সহায়তা করবো।

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার এমডি বলেন, সিটি ব্যাংক ক্যাপিটালকে আমাদের কর্পোরেট উপদেষ্টা এবং ইস্যু ম্যানেজার হিসেবে পেয়ে আমরা উচ্ছ্বসিত।

আমরা আত্মবিশ্বাসী যে তাদের সহযোগিতায় আমরা আমাদের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব এবং অব্যাহত রাখতে পারব। আমাদের রোগীদের বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানে যা একান্ত প্রয়োজন।

সিটি ব্যাংক ক্যাপিটাল: ব্যাংকটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠান।

সংস্থাটি মার্জারস ও এ্যাকুইসিশন, ডেট ও ইকুইটি ক্যাপিটাল মার্কেট এবং স্ট্রাকচারড ফিন্যান্স সহ বিভিন্ন ধরণের আর্থিক পরামর্শমূলক পরিষেবা প্রদান করে।

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল: হাসপাতালটি বাংলাদেশের সর্বপ্রথম ক্যান্সারকেন্দ্রিক প্রতিষ্ঠান।

এটি রোগীকেন্দ্রিকতা এবং নৈতিকতার চেতনায় স্বাস্থ্যসেবা প্রদানের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে।

ল্যাবএইড ৩০ বছরের আস্থা এবং স্বাস্থ্যসেবায় আধুনিকতার নেতৃত্বের সঠিক সামঞ্জস্য নিয়ে, এই হাসপাতালটি বাংলাদেশের সার্বিক ক্যান্সার চিকিৎসা ও যত্নে আমূল পরিবর্তন আনতে যাচ্ছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:১৯ অপরাহ্ণ | বুধবার, ২২ মার্চ ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।