| বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 5 বার পঠিত
২০২০ সালে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্যোগে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছিল। এর মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে। আরও পাঁচ বছর তহবিলটির মেয়াদ বাড়ানোর পাশাপাশি তহবিলের আকার ২০০ কোটি টাকা থেকে ৩০০ কোটি টাকায় বৃদ্ধি করার অনুরোধ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এই মনসুরের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এই অনুরোধ জানান।
একই সঙ্গে তহবিলটির মেয়াদ আগামী ৫ বছরের জন্য বাড়াতে অনুরোধ করা হয়েছে। এছাড়া, শেয়ারবাজার উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ধরনের নীতি সহায়তাও চাওয়া হয়েছে।
বৈঠকে সরকারি খাতের ভালো কোম্পানিগুলোর শেয়ার বাজারে আনার পাশাপাশি বহুজাতিক ও ভালো মৌলভিত্তির কোম্পানি বাজারে আনতে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে। সেই সঙ্গে দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানিগুলো যাতে ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারকেও বেছে নেয়, সে বিষয়ে নীতিমালা করার প্রস্তাবও দেওয়া হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন সিন্ধান্ত দেওয়া হয়নি। তবে শেয়ারবাজারের স্বার্থে বিষয়গুলো পরবর্তীতে আরও বিশদ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
Posted ১২:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan