বুধবার ১২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

  |   বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   89 বার পঠিত

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

আজ ০৯ জানুয়ারি সূচকের সপ্তাহ শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু সকাল ১০টা ৪০ মিনিট থেকে টানা দরপতন হতে থাকে। পরবর্তীতে সূচকের তীর উপরের দিকে উঠতে থাকে। উত্থান দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ৯.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৪.৪৩ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬১.৯৪ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৩.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৪.২৭ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭ টির, কমেছে ১৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৯.২৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ১১ কোটি ৬৬ লাখ ২২ হাজার ৯৬টি শেয়ার ১ লাখ ১১ হাজার ২৭ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩২৪ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৮ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১১ শতাংশ বা ৫.৭৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৮৫.০০০৮৪ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৫৮.৩৫ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ১.৭৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯২১.০০৪৮ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১১৮ টির, কমেছিল ২১৪ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৯.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

এদিন ডিএসইতে ১২ কোটি ৭৩ লাখ ৫৯ হাজার ৩২৬টি শেয়ার ১ লাখ ১০ হাজার ৯২৫ বার হাতবদল হয়েছিল। আজ দিন শেষে লেনদেন হয়েছিল ৩০৭ কোটি ১ লাখ ৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৭ কোটি ২ লাখ ৭৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৪ শতাংশ বা ২০.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৫৯.৯১ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২১৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২ টির, কমেছে ১০৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৩৯ লাখ ৬৪ হাজার ৮৬৩ টাকা।

 

Facebook Comments Box
top-1

Posted ৫:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।