
| বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 37 বার পঠিত
আজ ২০ ফেব্রুয়ারি’২৫ সূচকের উত্থানে সপ্তাহ শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সুচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ। তবে দিনশেষে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ৭.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০০.৩৭ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬২.৯১ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৩.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৯.৮৯ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭ টির, কমেছে ১৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪১.৬৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১৮ কোটি ৯০ লাখ ৪২ হাজার ৯৮৫ টি শেয়ার ১ লাখ ৪১ হাজার ৯১২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১০.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯২.৪৪ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৭.৯২ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৯.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১৩.০৭ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩ টির, কমেছে ২২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৫.৮৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১৫ কোটি ৯১ লাখ ৮৪ হাজার ৪৯৪ টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ২০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২৭ কোটি ১৩ লাখ ৫৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৮ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১০ শতাংশ বা ১৫.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৯৭.৬০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২০৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬ টির, কমেছে ৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৮ লাখ ৩৫ হাজার ২৮২ টাকা।
Posted ৪:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan