
| সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 38 বার পঠিত
আজ ২৬ জানুয়ারি সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়। দিনশেষে সূচকের পতনেও টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৩০.০৫ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫০.১৭ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ০.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৪.৮০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৫.০৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১২ কোটি ২২ লাখ ৮২ হাজার ৪২টি শেয়ার ১ লাখ ১৮ হাজার ৯১৫বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৬ জানুয়ারি আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৬ শতাংশ বা ৩৪.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৩২.৩৮ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫০.৯২ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ১৭.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৫.৭৫ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৪০৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫ টির, কমেছে ২৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৮.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১২ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ৯১৩টি শেয়ার ১ লাখ ২০ হাজার ৭৯ বার হাতবদল হয়েছে। এদিন শেষে লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৫ কোটি ৫৭ লাখ ৮৬ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২০ শতাংশ বা ২৯.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৫৩.৭১ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ১৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১০৫টির, বেড়েছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ২ লাখ ১৭ হাজার ৫৬৭ টাকা।
Posted ৪:২৬ অপরাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan