
| বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 40 বার পঠিত
আজ ২৭ ফেব্রুয়ারি’২৫ সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সুচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ। দিনশেষে সূচকের পতনেও টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ৬.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৪৭.৩০ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৭ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ২০.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৫.৫৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৩ টির, কমেছে ১৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৮.৩৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ২০ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ১৭৭ টি শেয়ার ১ লাখ ৬১ হাজার ৪৭০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৮৭ কোটি ৮৫ লাখ ৩১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১৪.০৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ২৫৩.৭৮ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৭৩.৭০ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৪.১৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯২৬.১৮ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১২৭ টির, কমেছিল ২০৮ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩১.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।
এদিন ডিএসইতে ২১ কোটি ৩৫ লাখ ৫ হাজার ৬৮৮ টি শেয়ার ১ লাখ ৪৪ হাজার ৭৯৭ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৬৩ কোটি ৩৯ লাখ ৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৪ কোটি ৪৬ লাখ ২৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৪ শতাংশ বা ৫০.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৩৩.০০৯১ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২১৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭ টির, কমেছে ৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১০৩ কোটি ৯২ লাখ ২৪ হাজার ১০৩ টাকা।
Posted ৫:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan