
| বুধবার, ২৯ মে ২০২৪ | প্রিন্ট | 76 বার পঠিত
ধারাবাহিক দরপতন থেকে বেড় হতে পারছেনা দেশের শেয়ারবাজার। গতকালের মত আজও ২৯ মে সূচকের পতনে টাকার অংকে লেনদেন কমেছে দেশের শেয়ারবাজার।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২৯ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৫ শতাংশ বা ৫০.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২৮.৫৩ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৩৮.৯৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৬.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৬৯.৯৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, কমেছে ২৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৬.২৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ১২ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ৫৭৫ টি শেয়ার ৮৫ হাজার ২৬২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩০৬ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৮ মে ডিএসইতে ১৭ কোটি ৬২ লাখ ৭৫ হাজার ৮৫১ টি শেয়ার ১ লাখ ৩৫ হাজার ৫৮১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৪০ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৩৪ কোটি ৫ লাখ টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.০২ শতাংশ বা ১৫৫.৭৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ৮৪.৫৬ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭ টির, কমেছে ১৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির।
আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার ৬৩ টাকা।
Posted ৪:৪৬ অপরাহ্ণ | বুধবার, ২৯ মে ২০২৪
bankbimaarthonity.com | saed khan