
| রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 32 বার পঠিত
আজ ১৬ ফেব্রুয়ারি’২৫ সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। দিনশেষে সূচক কমলেও পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ২.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৮.৭৮ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ২.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৩.৬০ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ২.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২১.৬৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৪০৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮ টির, কমেছে ১৯৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৩.৭৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১৬ কোটি ২৪ লাখ ৯৭ হাজার ৬৭ টি শেয়ার ১ লাখ ৩৬ হাজার ২৯০ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১১.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ৫ হাজার ২০১.৪৭ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ১ হাজার ১৫৫.৭২ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৫.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ১ হাজার ৯১৯.১১ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৬ টির, কমেছিল ১৭৩ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৭১ টির। অর্থাৎ পুঁজিবাজারে করেছিল ৩৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১৭ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৭৮০ টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ৩৬৫ বার হাতবদল হয়েছিল। দিন শেষে লেনদেন হয়েছিল ৪০১ কোটি ৭৭ লাখ ২৯ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৪ কোটি ১৮ লাখ ৬৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৭ শতাংশ বা ২৪.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫০৫.৫০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ১৯০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩ টির, কমেছে ৯৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ২৫৯ টাকা।
Posted ৪:২৬ অপরাহ্ণ | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan