রবিবার ১২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পতনে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক:   |   বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   50 বার পঠিত

সূচকের পতনে সপ্তাহ শেষ

আজ ০৩ আগস্ট সূচকের পতনে সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও পরবর্তীতে একটানা সূচক কমতে থাকে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১৩.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩২৯.৮৬ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ২.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭২.৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৫২.৫২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩ টির, কমেছে ৯৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৮.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ৮ কোটি ৯৪ লাখ ৮৮ হাজার ৫০৪টি শেয়ার ১ লাখ ২৪ হাজার ৬৭৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৭৩ লাখ ৫৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২ আগস্ট ডিএসইতে ১১ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৪২৩টি শেয়ার ১ লাখ ৪১ হাজার ৯৫৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৩৯ কোটি ১৫ লাখ ৪৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৫৩ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৫ শতাংশ বা ২৮.৮৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৬৯২.৩২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৭০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২ টির, কমেছে ৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৮ কোটি ৩১ লাখ ৫৫ হাজার ৪১০ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ২৫ লাখ ৯০ হাজার ২ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১০ কোটি ৫ লাখ ৬৫ হাজার ৪০৮ টাকা।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।