শনিবার ১৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও মূলধন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০২ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   96 বার পঠিত

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও মূলধন

বিদায়ী সপ্তাহে (২৭-৩০ মার্চ’২২) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেন। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেযার ও ইউনিট দর এবং বাজার মূলধন। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইক্স ০.০৭ শতাংশ বা ৪.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৫৭.৮৪ পয়েন্টে। ডিএসই৩০ মূল্য সূচক ০.২৯ শতাংশ বা ৭.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৪.০১ পয়েন্টে। ডিএসইএস শরিয়াহ্ সূচক ০.৭৮ শতাংশ বা ১১.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৬৮.১১ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মোট ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৭৯টি, কমেছে ১৭০টি অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

আলোচিত সপ্তাহে ডিএসইতে মোট ৯৬ কোটি ৮৩ লাখ ২৬ হাজার ১৮৯টি শেয়ার ৭ লাখ ৭৫ হাজার ২৭০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪ হাজার ৬৮৩ কোটি ৩৪ লাখ ৮৫ হাজার ১০২ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ২০.০৫ শতাংশ বা ৭৮২ কোটি ১৫ লাখ ২ হাজার ৪৫ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড় ১৯ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার ২৩৮টি শেয়ার এক লাখ ৫৫ হাজার ৫৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯৩৬ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার ২০ টাকা। যা আগের সপ্তাহের তুলনায় ২০.০৫ শতাংশ বা ১৫৬ কোটি ৪৩ লাখ ৪০৯ টাকা বেশি।

গত সপ্তাহের প্রথম কার্যদিবসে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৮ হাজার ২৬৩ কোটি ৩৪ লাখ ২ হাজার ৭৩১ টাকা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৯ হাজার ৪১৫ কোটি ৪৮ লাখ ৪ হাজার ৩০৫ টাকায়। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় বাজার মূলধন বেড়েছে ০.২১ শতাংশ বা এক হাজার ১৫২ কোটি ১৪ লাখ এক হাজার ৫৭৪ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে ৮ কোটি ৮৫ লাখ ৮৫ হাজার ৭৪৯টি শেয়ার ৪২ হাজার ৩৮২বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২২১ কোটি ২০ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা ২০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৮৭ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ২৬৯ টাকা ৯০ পয়সা।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৭৫.৭৪ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৪৮.৮২ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে- সিএসসিএক্স ৪৬.০৭ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৪৭.৬০ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১০৭.৭২ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১০৩.০৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১১.০০ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৫৬.৮৪ পয়েন্টে এবং সিএসআই ৭.৮ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৪৫.৩৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৭টি, কমেছে ১৯৪টি এব অপরিবর্তিত রয়েছে ২২টির।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:৫৫ অপরাহ্ণ | শনিবার, ০২ এপ্রিল ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।