বিবিএ নিউজ.নেট | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ | প্রিন্ট | 258 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ওঠার একদিন পরই পতন হয়েছে। গতকাল উভয় স্টক এক্সচেঞ্জ বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতনের সঙ্গে কমেছে মূল্য সূচক। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।
লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে ৬ হাজার ১৯৬ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৩২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৪২টির কমেছে ২২৪টির। আর আটটির দাম অপরিবর্তিত রয়েছে।
তবে এদিন মাত্র তিন ঘণ্টার কর্মদিবসে ডিএসইতে লেনদেন পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৫৫১ কোটি ৪৮ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২৩৮ কোটি ২৬ লাখ টাকা।টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৯৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৪৯ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আমান ফিড।
Posted ৩:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১
bankbimaarthonity.com | rina sristy