শনিবার ১৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সূচক কমলেও লেনদেন বেড়েছে

  |   মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   75 বার পঠিত

সূচক কমলেও লেনদেন বেড়েছে

আজ ০৯ জানুয়ারি সূচক কমলেও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবতীতে সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলতে থাকে। কিন্তু দুপুর ১২টার পর থেকেই সূচকের এক টানা পতন হয়, যা শেষ পর্যন্ত অব্যহত থাকে। দিনশেষে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ১.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৭.৮২ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৭.৩৭ পয়েন্টে।

এছাড়া, ডিএসই–৩০ সূচক ০.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০১.৯০ পয়েন্টে।

দিনভর লেনদেনে অংশ নিয়েছে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ৫৩ টির, কমেছে ১১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৫.৯০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৭ কোটি ১৮ লাখ ৩৫ হাজার ৯৫৫টি শেয়ার ১ লাখ ৩৭ হাজার ৭৫১ বার হাতবদল হয়েছে।

টাকার অংকে যার বাজারমূল্য ৪৯৫ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০৮ জানুয়ারি ডিএসইতে ১৫ কোটি ৩৩ লাখ ৪৯ হাজার ২৪টি শেয়ার ১ লাখ ২৫ হাজার ১৮৫ বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজারমূল্য ছিল ৪৪১ কোটি ১৩ লাখ ৮৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৪ কোটি ২৫ লাখ ৭০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৭ শতাংশ বা ১২.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৮০.৬৪ পয়েন্টে।

এদিন লেনদেনে অংশ নিয়েছে ১৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ৫১ টির, কমেছে ৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৬ কোটি ২৮ লাখ ৬২ হাজার ২৫৩ টাকা।

গতকাল লেনদেন হয়েছিল ৯ কোটি ৯৯ লাখ ৯২ হাজার ৯২৪ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩ কোটি ৭১ লাখ ৩০ হাজার ৬৭১ টাকা।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৫:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।