বিবিএ নিউজ.নেট | মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট | 295 বার পঠিত
আজ মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে । এদিন উভয় পুঁজিবাজারের সব সূচকের পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কম হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২২.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯৮.৫৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৪.৮৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৬২.৮৮ পয়েন্ট এবং সিডিএসইটি ৩২.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৯.৫৭ পয়েন্টে, ২০৮৬.৩৫ পয়েন্ট এবং ১১৬৯.৪৭ পয়েন্টে।
আজ ডিএসই ৬৮৩ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০৬ কোটি ৫০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৭৮৯ কোটি ৪০ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪০টির বা ৬৮.৭৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১৭টির বা ৪.৮৭ শতাংশের এবং ৯২টির বা ২৬.৩৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১১.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৩১.৬১ পয়েন্টে। সিএসইতে আজ ২৩৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।
এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৮টির দর বেড়েছে, কমেছে ৩১টির আর ৪৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
Posted ৫:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy