বিবিএ নিউজ.নেট | বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট | 676 বার পঠিত
সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের এর ২১তম বার্ষিক সাধারণ সভা ২৩ সেপ্টেম্বর ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ভাইস-চেয়ারপার্সন মো. মোতালেব হোসেন।
সভায় ২০২০ সালের নিরীক্ষিত হিসাবের ভিত্তিতে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় অংশগ্রহণ করেন কোম্পানির পরিচালক মি. কৈলাশ চৈন্দ্র বাড়ৈ, মি. গঙ্গাচরন মালাকার, আলহাজ্ব মো. রুহুল আমিন, জনাব মো. আবুল কালাম আজাদ (মডার্ন ওয়াশিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ কর্তৃক মনোনীত), মি. সুমিত কুমার বাড়ৈ।
সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ছাড়া আরও অংশগ্রহণ করেন ইনডিপেনডেন্ট পরিচালক ও অডিট কমিটির চেয়ারপার্সন জনাব শহিদুল ইসলাম নিরু, ইনডিপেনডেন্ট পরিচালক ও এনআরসি এর চেয়ারপার্সন ড. শরীফ এনামুল কবির, ইনডিপেনডেন্ট পরিচালক দেলোয়ার হোসেন রাজা, কোম্পানির প্রধান উপদেষ্টা কাজী মো. সিরাজুল ইসলাম এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক মিয়া।
এছাড়া, কোম্পানির সিএফও, কোম্পানি সচিব এবং আন্তঃনিরীক্ষা বিভাগের প্রধান সভায় অংশগ্রহণ করেন।
সমাপ্ত অর্থবছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোকপাত করেন পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায়, আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির মোট প্রিমিয়াম ও অন্যান্য আয় হয়েছে ৫২ কোটি ৭৯ লাখ ৮১ হাজার ৫৮৯ টাকা, যার মধ্যে শুধু প্রিমিয়াম বাবদ আয় হয়েছে ৫০ কোটি ১৫ লাখ ৫৬ হাজার টাকা। প্রতিষ্ঠানটির রিজার্ভ ফান্ডে রয়েছে প্রায় ৪৯ কোটি ২৯ লাখ টাকা, যা আগের বছর ছিল ৪৮ কোটি ৬৪ লাখ টাকা।
সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৯৪ টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ১.৭১ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮.৯৮ টাকায়, যা ২০১৯ সালে ছিল ১৭.৭১ টাকা।
সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম ও প্রবৃদ্ধির উপর ভিত্তি করে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে পরিচালনা পর্ষদ।
Posted ৩:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy