বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

স্ট্যান্ডার্ড ব্যাংকের এজিএমে ১০% বোনাস শেয়ার অনুমোদন

বিবিএনিউজ.নেট   |   রবিবার, ২৩ জুন ২০১৯   |   প্রিন্ট   |   692 বার পঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংকের এজিএমে ১০% বোনাস শেয়ার অনুমোদন

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০ জুন, পুলিশ কনভেনশন হল, ইস্কাটন গার্ডেন রোড রমনায় অনুষ্ঠিত হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান, লায়নস্ ক্লাবস্ ইন্টারন্যাশনালের ইন্টারন্যাশনাল ডিরেক্টর ও এফবিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমদ সভায় সভাপতিত্ব করেন।

সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ মোহাম্মদ শামসুল আলম, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এসএএম হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, গুলজার আহমেদ, মো. জাহেদুল হক, ফেরদৌস আলী খান, আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরী, নজমুল হক চৌধুরী, মো. নাজমুস সালেহীন, শরিয়াহ্ বোর্ড সদস্য কাজী খুররম আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন-উর-রশিদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তারিকুল আজম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোতালেব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সিএফও ও ভারপ্রাপ্ত গ্রুপ কোম্পানি সচিব মো. আলী রেজা সভা পরিচালনা করেন।

সভায় ব্যাংকের চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহমদ ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং আলোচ্য বছরে ব্যাংকের বিভিন্ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সভার শুরুতে স্বাগত ভাষণ দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ।

উল্লেখ্য, ২০তম বার্ষিক সাধারণ সভায় বার্ষিক হিসাব বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন এবং ১০% বোনাস শেয়ার প্রদানসহ অন্য সকল আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

Facebook Comments Box

Posted ২:১৭ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুন ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।