বিবিএ নিউজ.নেট | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট | 305 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের ৪০ মিনিটের মধ্যে বিক্রেতা উধাও হয়ে যায় ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ বেলা ১০টা ৪০ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে ৩ কোটি ১ লাখ ১৪ হাজার ৩৫৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১৫ টাকা ।
প্রাথমিক গণ প্রস্তারের মাধেমে অর্থ উত্তোলন করা কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে গতকাল সোমবার থেকে লেনদেন শুরু করে।
কোম্পানিটি অভিহিত মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা সংগ্রহ করে। এর মধ্যে ৮ কোটি টাকা এফডিআর, ৬ কোটি ৯২ লাখ ৭১ হাজার ৫০০ টাকা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ ও ১ কোটি ৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকা দিয়ে আইপিও খরচ পরিচালনা করার জন্য এই পরিমাণ অর্থ উত্তোলন করে কোম্পানিটি।
ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২০১৯ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৯২ টাকা। আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) রয়েছে ২৪.৪২ টাকা।
Posted ১১:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | motaleb hossen