
নিজস্ব প্রতিবেদক: | সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 84 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ ব্যাংকের স্টক ডিভিডেন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংক ২টি হলো- সাউথবাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড।
জানা যায়, সাউথবাংলা ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ১ শতাংশ স্টক।
অন্যদিকে ইউনিয়ন ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ স্টক।
ব্যাংক দুইটির স্টক শেয়ার সংক্রান্ত তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া স্টক ডিভিডেন্ড ইস্যু করা যায় না। আর স্টক ডিভিডেন্ড অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।
Posted ৫:২৪ অপরাহ্ণ | সোমবার, ০৩ এপ্রিল ২০২৩
bankbimaarthonity.com | saed khan