নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 507 বার পঠিত
৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি। কোম্পানিগুলো হলো- এনআরবি কমার্সিয়াল ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, রূপালী ইন্সুরেন্স, পিপলস্ ইন্সুরেন্স ও ইস্টার্ন ইন্সুরেন্স। কোম্পানিগুলো সূত্রে এ তথ্য জানা গেছে।
এনআরবি কমার্সিয়াল ব্যাংক : সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১২.৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
সমাপ্ত ২০২০ হিসাববছরে আইপিও পরবর্তী শেয়ার সংখ্যার নিরিখে কোম্পানিটির ডাইলুটেড ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৯৬ পয়সা। আগের হিসাবছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৯৮ পয়সা ছিল।
আগামী ২৬ জুন সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ মে।
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড: সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ইগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে ১ টাকা ৬৩ পয়সা ছিল।
আগামী ৬ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ জুন।
গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ২৯ পয়সা।
রূপালী ইন্সুরেন্স : সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ইগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত ২০২০ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯০ পয়সা।
আগামী ৩ আগস্ট ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ জুন।
পিপলস্ ইন্সুরেন্স : সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১১ শতাংশ ইগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত ২০২০ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৬ পয়সা।
আগামী ২৯ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ মে।
ইস্টার্ন ইন্সুরেন্স: সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২০ শতাংশ ইগদ ইগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত ২০২০ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। আগের হিসাববছরের একই সময় ৩ টাকা ৬৫ পয়সা ছিল।
আগামী ২৯ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ মে।
গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৪৭ টাকা ৩৩ পয়সা।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান
Posted ১১:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan