
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 30 বার পঠিত
সর্বশেষ প্রান্তিক অর্থাৎ তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৪) প্রান্তিকে লোকসান দেখানোর কারণে ৭ ব্যাংক থেকে ডিভিডেন্ড না পাওয়ার আশঙ্কায় রয়েছে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা।
ডিএসই সূত্রে জানা যায়, দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ৩৬টি ব্যাংক রয়েছে। ইতিমধ্যে ব্যাংকগুলো তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৪) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে লোকসানে রয়েছে ৭ ব্যাংক। একই সময়ে ইপিএস বেড়েছে ১৮টি, কমেছে ১০টি এবং অপরিবর্তিত একটি ব্যাংকের ইপিএস।
লোকসানে থাকা ব্যাংকগুলো হলো- আইসিবি ইসলামিক ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক, এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং আল আরাফাহ ইসলামী ব্যাংক।
নিচে ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন তুলে ধরা হলো-
গ্লোবাল ইসলামী ব্যাংক : তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটির ইপিএস ছিল ৪৪ পয়সা।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ১৫ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ১৪ পয়সায়।
আইসিবি ইসলামিক ব্যাংক : তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ১৭ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২৪) ব্যাংকটির লোকসান হয়েছে ৭১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৫৬ পয়সা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি : তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) সমন্বিতভাবে ব্যাংকটি শেয়ার প্রতি ৫৫ পয়সা লোকসান দিয়েছে। গত অর্থবছরের একই সময়ে যার শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫৯ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৭২ পয়সা।
ন্যাশনাল ব্যাংক লিমিটেড : তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ১৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৫৫ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি ৫ টাকা ৪৯ পয়সা লোকসান হয়েছে। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ৩ টাকা ৪৯ পয়সা লোকসান হয়েছিল।
সোস্যাল ইসলামী ব্যাংক : তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে কোম্পানিটি ইপিএস ছিল ৪৩ পয়সা।
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ১৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৯০ পয়সা।
এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ পিএলসি : অর্থবছরের প্রথম তিন প্রান্তিবে বা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ২ টাকা ৭৭ পয়সা লোকসান হয়েছে। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা।
আল আরাফাহ ইসলামী ব্যাংক : তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩৯ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২৪) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৫৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১২ পয়সা।
Posted ৮:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
bankbimaarthonity.com | rina sristy