
| বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 32 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারি, ইউনিয়ন ইন্স্যুরেন্স, রহিমা ফুড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেনেক্স ইনফোসিস, সাইফ পাওয়ারটেক, আরামিট লিমিটেড এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করায় কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরি ও ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারি ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স ও রহিমা ফুড ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এছাড়া, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
অপরদিকে, কোম্পানিগুলোর মধ্যে জেনেক্স ইনফোসিস ও সাইফ পাওয়ারটেক ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন হয়েছে।
এছাড়া, আরামিট লিমিটেড ও আলিফ ইন্ডাস্ট্রিজ ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন হয়েছে।
কোম্পানিগুলোর বেশিরভাগই বিনিয়োগকারীদের মধ্যে ডিভিডেন্ড বিতরণ করেছে। তবে কমপ্লায়েন্স রিপোর্ট ডিএসইতে প্রেরণ না করায় সাময়িকভাবে কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে প্রেরণ করা হয়েছে। এক-দুই দিনের মধ্যে হয়তো কোম্পানিগুলো ডিএসই-তে তাদের কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাবে। তখন ডিএসই কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরি মুক্ত করতে বিধি মোতাবেক ব্যবস্থা নেবে।
Posted ১২:১৩ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan