বৃহস্পতিবার ২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিল্পকলায় চলছে মালহার ফেস্টিভাল

বিবিএনিউজ.নেট   |   শনিবার, ২৭ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   420 বার পঠিত

শিল্পকলায় চলছে মালহার ফেস্টিভাল

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় চলছে দুদিনব্যাপী মালহার ফেস্টিভাল। শুক্রবার শুর হওয়া ফেস্টিভাল চলবে আজ শনিবারও। অনুষ্ঠানে সুরের মূর্ছনা ছড়ান দেশীয়ও ও ভারতের শিল্পীরা। বাংলাদেশ থেকে গান পরিবেশন করেন প্রিয়াঙ্কা গোপ। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে মাস্টার্স শেষ করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে নিযুক্ত আছেন। দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিয়মিত গান করেন।

এছাড়াও বাংলাদেশ বেতারের প্রথম সারির শিল্পী তিনি। ভারত থেকে আসা শিল্পী হচ্ছেন শায়নি সেন্ধে, পণ্ডিত দেবজ্যোতি বোস, পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জী, পণ্ডিত কুশল দাস। শায়নি সেন্ধে ধ্রুপদি সংগীতশিল্পী। সংগীতে তার হাতেখড়ি ছয় বছর বয়স থেকে। তিনি সংগীত নাটক একাডেমি পুরস্কার, উস্তাদ বিসমিল্লাহ খাঁ যুব পুরস্কারসহ আরও অনেক পুরস্কার পেয়েছেন। বেশ কয়েকটি অ্যালবামও রয়েছে তার। ভারতসহ বিভিন্ন দেশে নিয়মিত কনসার্ট করেন শায়নি সেন্ধে। পণ্ডিত কুশল দাস সিতার বাজান। তিনি অল ইন্ডিয়া রেডিও ও টেলিভিশনে কুশল দাস প্রথম সারির শিল্পী। সরোদ বাদনে পণ্ডিত দেবজ্যেতি বোস। বহু পুরস্কারও পেয়েছেন তিনি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চিনে পৌঁছে দিয়েছেন সরোদের সুর। এছাড়া সিনেমার জন্য সুরও করেছেন তিনি। পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জী। বিভিন্ন দেশের বড় বড় আয়োজনে তবলা বাদন পরিবেশন করেছেন তিনি। এ অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে ৬টায় থেকে শুরু হওয়ার অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। এটি আয়োজন করেছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:১২ অপরাহ্ণ | শনিবার, ২৭ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।