বিবিএনিউজ.নেট | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট | 455 বার পঠিত
ভবিষ্যতে ভোক্তদের মানসম্মত সেবা দিতে সক্ষম কোহিনূর কেমিক্যাল। আজ রোববার বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভায় কোম্পানির চেয়ারম্যান এ কথা বলেন।
কোম্পানির চেয়ারম্যান ওবায়দুল করিমের সভাপতিত্বে এজিএমে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম, পরিচালক এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. এম শমসের আলী ও কাজী মামুন-উল-আশরাফ, পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স) আবুল খায়ের, কোম্পানি সচিব ফেরদাউস জামান ও সিএফও আবু বকর সিদ্দিক। এছাড়া বিপুলসংখ্যক বিনিয়োগকারী সভায় অংশগ্রহণ করেন।
সভায় কোম্পানির চেয়ারম্যান বলেন, প্রথম ছয় মাসের অর্থনৈতিক অগ্রগতি পরের ছয় মাসেও অব্যাহত থাকবে। আমাদের কোম্পানির গত আর্থিক বছরের তুলনায় এবছরও অনেক ভালো করেছে বলে জানান তিনি।
তিনি বলেন, প্রতি বছরের মতো ২০১৮-২০১৯ অর্থবছরেও কোম্পানি জাতীয় রাজস্ব কোষাগারে ৭২ কোটি ১ লাখ টাকা রাজস্ব খাতে জমা দিয়েছে, যা কোম্পানির মোট আয়ের ১৮.০২ শতাংশ।
সভায় ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ২০ শতাংশ বোনাস ও ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।
Posted ৩:২৯ অপরাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed