বিবিএ নিউজ.নেট | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট | 608 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪৫ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বৃহস্পতিবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্টিত হবে। কোম্পানিগুলো হলো- এসিআই লিমিটেড, এসিআই ফর্মোলেশন, এডিএন টেলিকম দ, এএমসিল (প্রাণ), আনলিমা ইয়ার্ন ডায়িং, এপেক্স ফুডস, এপেক্স স্পিনিং মিলস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস লিমিটেড।
বসন্ধুরা পেপার মিলস, বিবিএস ক্যাবলস, বিকন ফার্মা, বিএসআরএম স্টিল, সিভিও পেট্রোক্যামিকল রিফাইনারি , ডেফোডিল কম্পিউটাসর্, ফ্যামিলি টেক্স, গ্লোবাল হেভি কেমিক্যাল, গোল্ডেন হারভেস্ট, এইচআর টেক্সটাইল, ইন্দোবাংলা ফার্মা, কাট্রালি টেক্সটাইল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, মালেক স্পিনিং, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট, ন্যাশনাল টি, ন্যাশনাল টিউবস, নিউলাইন ক্লোথিংস, নূরানি ডায়িং, অলিম্পিক এক্সেসরিস, অলিম্পিক ইন্ডাস্টিজ,
ফার্মা এইডস, রংপুর ডেইরি, সমরিতা হসপিটাইল, সিলকো ফার্মা, সিমটেক্স ৫ শতাংশ, এসকে ট্রিমস, সোনালি পেপার, সোনালি আঁশ, সোনারগাঁ টেক্সটাইল, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল, উসমানিয়া গ্লাস এবং ওয়াটা কেমিক্যাল লিমিটেড।
৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য এসিআই লিমিটেড ৮ শতাংশ নগদ ১০ শতাংশ বোনাস, এসিআই ফর্মোলেশন ২০ শতাংশ নগদ, এডিএন টেলিকম ১৫ শতাংশ নগদ, এএমসিল (প্রাণ) ৩২ শতাংশ নগদ, আনলিমা ইয়ার্ন ডায়িং ২ শতাংশ নগদ, এপেক্স ফুডস ১৫ শতাংশ নগদ, এপেক্স স্পিনিং মিলস ১৫ শতাংশ নগদ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম ৫ শতাংশ নগদ ১ শতাংশ বোনাস, বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বসন্ধুরা পেপার মিলস ১০ শতাংশ নগদ, বিবিএস ক্যাবলস ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনস, বিকন ফার্মা ৬ শতাংশ নগদ, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক নো ডিভিডেন্ড, বিএসআরএম স্টিল ১৫ শতাংশ নগদ, সিভিও পেট্রোক্যামিকল রিফাইনারি নো ডিভিডেন্ড, ডেফোডিল কম্পিউটার্স ৮ শতাংশ নগদ, ফ্যামিলি টেক্স নো ডিভিডেন্ড, গ্লোবাল হেভি কেমিক্যাল ৫ শতাংশ নগদ, গোল্ডেন হারভেস্ট নো ডিভিডেন্ড, এইচআর টেক্সটাইল ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এছাড়া ইন্দো বাংলা ফার্মা ৪.৫০ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস, কাট্রালি টেক্সটাইল ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ২ শতাংশ নগদ, মালেক স্পিনিং নো ডিভিডেন্ড, মেঘনা কনডেন্স মিল্ক নো ডিভিডেন্ড, মেঘনা পেট নো ডিভিডেন্ড, ন্যাশনাল টি ৫ শতাংশ নগদ, ন্যাশনাল টিউবস ৩ শতাংশ নগদ, নিউলাইন ক্লোথিংস ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, নূরানি ডায়িং ১০ শতাংশ বোনাস, অলিম্পিক এক্সেসরিস নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
অলিম্পিক ইন্ডাস্টিজ ৫২ শতাংশ নগদ, ফার্মা এইডস ৫০ শতাংশ নগদ, রংপুর ডেইরি ২০ শতাংশ নগদ ২ শতাংশ বোনাস, সমরিতা হসপিটাইল নো ডিভিডেন্ড, সিলকো ফার্মা ১০ শতাংশ নগদ, সিমটেক্স ৫ শতাংশ নগদ, এসকে ট্রিমস ১৫ শতাংশ নগদ, সোনাল পেপার ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস, সোনালি আঁশ ১০ শতাংশ নগদ, সোনারগাঁ টেক্সটাইল নো ডিভিডেন্ড, তসরিফা ইন্ডাস্ট্রিজ নো ডিভিডেন্ড, ইউনিক হোটেল ১০ শতাংশ নগদ, উসমানিয়া গ্লাস নো ডিভিডেন্ড এবং ওয়াটা কেমিক্যাল ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সভায় ঘোষিত লভ্যাংশ অনুমোদন করবেন শেয়ারহোল্ডাররা।
Posted ১০:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | motaleb hossen