বিবিএ নিউজ.নেট | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট | 275 বার পঠিত
বীমা খাতের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘এএ প্লাস’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’ পেয়েছে। কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২০ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।
কোম্পানিটি ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত আর্থিকবছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৬০ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৫০ পয়সা। আর ওই বছর মোট মুনাফা করে সাত কোটি ৫৫ লাখ ৪০ হাজার টাকা। এর আগে কোম্পানিটি ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত আর্থিক বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় এক টাকা ৪১ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) হয় ১৮ টাকা ৯৫ পয়সা।
কোম্পানিটির শেয়ারদর এক বছরে শেয়ারদর সর্বনিম্ন ১৪ টাকা ৪০ পয়সা থেকে ১১৯ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়। বীমা খাতের কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে।
Posted ১:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | motaleb hossen