বিবিএ নিউজ.নেট | বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট | 596 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ওয়ালটান, ফ্যামিলি টেক্স এবং আমান ফিড লিমিটেড।
ওয়ালটন: কোম্পানিটির চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২১.৩৪ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ২০.৩৪ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ১ টাকা বা ৫ শতাংশ বেড়েছে। এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮ টাকা। আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ৫.১৭ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ২.৮৩ টাকা বা ৫৫ শতাংশ বেড়েছে। ৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৮.৯৪ টাকায়।
ফ্যামিলি টেক্স: প্রথম প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বা ইপিএস হয়েছে ০.০৭২ পয়সা। আগের বছর দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় ছিল ০.০০৬ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বা ইপিএস হয়েছে ০.০৬২ পয়সা। আগের বছর দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির লোকসান ছিল ০.০০৩ পয়সা। চলতি হিসাবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১৩৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ০.০০৪ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১১ টাকা ৪১ পয়সা।
আমান ফিড: প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৯ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.৮৫ টাকা। আয় বেড়েছে ৪.৭০ শতাংশ। ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৫.১৪ টাকা। আগের বছর একই সময়ে ছিল ৩৩.৩৯ টাকা।
Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy