বিবিএ নিউজ.নেট | রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট | 288 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ফেব্রুয়ারি। রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য ১৪৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি ১৩০ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছিল। কোম্পানিটি আলোচিত বছরের জন্য মোট ২৭৫ লভ্যাংশ ঘোষণা করেছে।
বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭.৫৪ টাকা, শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৩৮ টাকা ৫৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২৫ টাকা ৫৬ পয়সা এনএভি ছিল ২৮ টাকা ৪০ পয়সা। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ২৪ টাকা ৮৬ পয়সা।
আগামী ১৯ এপ্রিল, সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি।
Posted ১:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy