নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৫ জুলাই ২০২১ | প্রিন্ট | 510 বার পঠিত
পূর্ণাঙ্গ ইসলামী শরীয়াহ ভিত্তিক কার্যক্রম চালাতে চায় বেসরকারী বীমা প্রতিষ্ঠান প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এজন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনাপত্তি পত্র পেতে সম্প্রতি চিঠি দিয়ে আবেদনও জানিয়েছে কোম্পানিটি। এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সূত্র জানায়, প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গ ইসলামী করতে নাম পরিবর্তন ও সংঘস্মারক সংশোধন প্রয়োজন। এজন্য জয়েন্ট স্টক রেগুলেটরি অ্যান্ড ফার্মসের কাছে আবেদন করতে হয়। তবে এ আবেদনের আগে নিয়ন্ত্রণ সংস্থা থেকে ‘অনাপত্তি পত্র’ (এনওসি) প্রয়োজন। এই এনওসি পেতেই গত ১৬ জুন আইডিআরএ চেয়ারম্যান ড. মোশাররফ হোসেনের কাছে প্রাইম ইন্স্যুরেন্সের সিইও বায়েজিদ মুজতবা সিদ্দিকী স্বাক্ষরিত চিঠিতে অনুরোধ জানানো হয়।
চিঠিতে জানানো হয়-বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় এখানে অধিকাংশ ব্যাংক ইসলামী ব্যাংকিং ধারায় পরিচালিত। ব্যাংক ও বীমা পরস্পর সম্পর্কযুক্ত দুটি আর্থিক খাত। ইসলামী শরীয়াহ ভিত্তিক কোম্পানি পরিচালনা করলে ব্যবসা বৃদ্ধি পাবে এবং এতো কোম্পানি লাভবান হবে। এছাড়া প্রতিষ্ঠানটি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নামে পরিবর্তিত হতে আইডিআরএ’র অনুমোদন চেয়ে অনুরোধ জানিয়েছে চিঠিতে।
এ বিষয়ে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্বপ্রাপ্ত সুজিত কুমার ভৌমিক বলেন, আমরা আইডিআরএ’র কাছে নাম পরিবর্তন ও সংঘবিধি সংশোধনে ‘অনাপত্তি পত্র’ পেতে চিঠি দিয়েছি। এরপর আমরা ইজিএমের (এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং) মাধ্যমে এ বিষয়ে বিনিয়োগকারীদের সম্মতি নেবো।
উল্লেখ্য, প্রাইম ইন্স্যুরেন্স ১৯৯৪ সালের কোম্পানি আইনের আওয়তায় ১৯৯৬ সালে কার্যক্রম শুরু করে। এরপর ২০০১ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে কার্যক্রম শুরু করে।
Posted ৪:৪৪ অপরাহ্ণ | সোমবার, ০৫ জুলাই ২০২১
bankbimaarthonity.com | rina sristy