রবিবার ২৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক :   |   শনিবার, ২১ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   53 বার পঠিত

বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। একই সঙ্গে বেড়েছে বাজার মূলধন। গত সপ্তাহে পাঁচ হাজার কোটি টাকা বাজার মূলধন বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ১৯.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৮৯.০১ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে একহাজার ৩৬৩.৫৭ পয়েন্টে।

তবে ডিএসই-৩০ সূচক ১.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুইহাজার ১৪০.৪৫ পয়েন্টে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৩৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৭টির বা ২৫.৫৯ শতাংশের, দর কমেছে ৫৪টির বা ১৪.২৫ শতাংশের এবং ২২৮টির বা ৬০.১৬ শতাংশের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

সপ্তাহটিতে ডিএসইতে টাকার পরিমাণে লেনেদেন হয়েছে দুই হাজার ৫০২ কোটি ৭৯ লাখ টাকায়।

আগের সপ্তাহের ডিএসইতে লেনদেন হয়েছিল দুই হাজার ১৫ কোটি ০৪ লাখ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৪৮৭ কোটি ৭৫ লাখ টাকা বেড়েছে।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৭ হাজার ১৮৫ কোটি ৮০ লাখ ৮২ হাজার ৮৬৮ টাকা।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৮২ হাজার ১৩২ কোটি ০৭ লাখ ৯৫ হাজার ৪৯৪ টাকা।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন চার হাজার ৯৪৬ কোটি ২৭ লাখ ১২ হাজার ৬২৬ টাকা বেড়েছে।

 

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩৯.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৫.৩২ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে- সিএসসিএক্স ২২.২৩ পয়েন্ট এবং সিএসআই ৩.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১১০.৬২ পয়েন্টে এবং একহাজার ১৬৮.৭৯ পয়েন্টে।

তবে সিএসই-৩০ সূচক ১৩.৭৭ পয়েন্ট এবং সিএসই-৫০ সূচক ০.৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৩৬৩.৩০ পয়েন্টে এবং একহাজার ৩০৭.৭৮ পয়েন্টে।

সপ্তাহটিতে সিএসইতে ৬৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ৩০৫ টাকার লেনদেন হয়েছে।

যা আগের সপ্তাহ থেকে ৪৪ কোটি ৭১ লাখ ৩২ হাজার ৬১৪ টাকা কম।

আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১০ কোটি ৬০ লাখ ৫১ হাজার ৯১৯ টাকা।

সপ্তাহটিতে সিএসইতে ২৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল।

এর মধ্যে দর বেড়েছে ৭০টির বা ২৯.৪১ শতাংশের, দর কমেছে ৫০টির বা ২১.০১ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১১৮টির বা ৪৯.৫৮ শতাংশ কোম্পানির।

 

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ২:৫৫ অপরাহ্ণ | শনিবার, ২১ অক্টোবর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।