বিবিএনিউজ.নেট | রবিবার, ২৪ মার্চ ২০১৯ | প্রিন্ট | 583 বার পঠিত
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ২৮ মার্চ অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ব্যাংকের ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
সমাপ্ত হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-পসপ্টেম্বর) সম্মিলিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে সম্মিলিত ইপিএস ছিল ২৪ পয়সা। প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) সম্মিলিত আয় হয়েছে ৫৮ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৯৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর সম্মিলিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৬০ পয়সা, ২০১৭ হিসাব বছরের একই তারিখে যা ছিল
১৪ টাকা ২৬ পয়সা।
২০১৭ হিসাব বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়। সে বছর তাদের ইপিএস হয় ১ টাকা ৮৯ পয়সা। ডিএসইতে বৃহস্পতিবার ব্যাংকটির শেয়ারের সর্বশেষ দর ছিল ১০ টাকা ১০ পয়সা।
২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৭৮৪ কোটি ৯ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৯২ কোটি ৯৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৭৮ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৩৪১টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৭ দশমিক ৬০ শতাংশ শেয়ার। এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৪৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৩১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৫ দশমিক ৬১ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে শেয়ারটির মূল্য আয় অনুপাত বা পিই রেশিও ৫ দশমিক ৮৭, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ১৩ দশমিক শূন্য ৬।
Posted ১:১৫ অপরাহ্ণ | রবিবার, ২৪ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed