| সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 155 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ ব্যাংকের ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ডিভিডেন্ড সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক ২টি হলো- সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং ওয়ান ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সাউথইস্ট ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেয়েছে।
ব্যাংকটি ২০২২ সালের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল, যার মধ্যে ছিল ৬ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড।
ওই বছর সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছিল ১ টাকা ৪২ পয়সা।
সর্বশেষ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৪ পয়সা।
আগামীকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
বৈঠকে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাববিবরণী পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
এদিকে, ওয়ান ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেয়েছে।
ব্যাংকটি ২০২২ সালের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। ওই বছর সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছিল ১ টাকা ৫৯ পয়সা।
এদিকে সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৫ পয়সা।
আজ সোমবার (২৯ এপ্রিল) ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাববিবরণী পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
Posted ১:০৩ অপরাহ্ণ | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
bankbimaarthonity.com | saed khan